• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত ঝুলন্ত পার্লামেন্ট চায়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির মাধ্যমে দেশে ঝুলন্ত পার্লামেন্ট চায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম বলেন, নির্বাচনের বিকল্প নেই, দেশকে বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, জনগণকে বাঁচাতে গণতন্ত্রের বিকল্প নেই। বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে হবে, সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমরা ঝুলন্ত পার্লামেন্ট হব না। জামায়াত পিআরের মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্ট চায়, এতে প্রতিবেশী রাষ্ট্র সুযোগ পাবে, তা হবে না।
 
সালাম বলেন, নির্বাচনের আগে পরাজিত অপশক্তি উঁকিঝুঁকি দিচ্ছে, একটি দল যারা বিএনপির কাঁধে ভর করেছিল, তারা ৫ তারিখের পর আচরণ পরিবর্তন করে বিএনপির বিরোধিতা করেছে। বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের ভাবছে, কিন্তু জনগণের কাছে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি৷ বিএনপি নয় বাংলাদেশের বিরুদ্ধে বিরোধিতা করছে জামায়াত।
 
তিনি বলেন, সবাই নির্বাচন চায় কিন্তু জামায়াত নির্বাচন চায় না৷ তারা গণভোটের কথা বলছে, এই গণভোট করতে গেলে যে অর্থ ক্ষতি হবে তা দেবে কে, ইসলামী ব্যাংক নাকি জামায়াত? সব কিছু বাদ দিয়ে নির্বাচন দিতে হবে। যাদের অবস্থানই নাই তাদের কথায় কিছু হবে না, জনগণের কথায় হবে। আলাপ আলোচনা হবে ফেব্রুয়ারিতে নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে তা নিয়ে। দেশকে রসাতলে পাঠায়েন না। সরকার সমাধান করতে না পারলে ক্ষমতায় কেন আছেন? তাহলে আপনাদের কাজটা কী?

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল
নির্বাচনের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই: ফরহাদ মজহার
নির্বাচনের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই: ফরহাদ মজহার
তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের সফলতা এসেছে: মঈন খান
তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের সফলতা এসেছে: মঈন খান