• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দেশের উন্নয়ন কারো বাপের টাকায় হয়নি- জামায়াত আমির

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ পি.এম.

শরীয়তপুর প্রতিনিধি 

বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশে যে উন্নয়ন হয়েছে তা কারো বাপের টাকা নয়। এ টাকা জনগণের টাকা। ইতিহাস থেকে সব রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। স্বৈরচারীরা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তারা ইতিহাসের আস্থাকুড়ে পতিত হয়। এখন সময় এসেছে জাতি ধর্ম বর্ণ সবাই মিলে আল্লাহর বিধান অনুযায়ী সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সামনে স্বাধীনতা মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 

জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার আন্দোলনে তারা নিজেরাও পালিয়ে গেছে। তারা পালিয়ে গেলেন কেন? দুর্নীতি অপকর্মের কারণে বাংলাদেশের এক ইঞ্চি মাটিকেও নিরাপদ মনে করেনি আওয়ামী লীগ। তাই তারা দেশ ছেড়ে পালিয়েছে। আর যারা যেতে পারেনি তারা প্রশাসনের জালে ধরা পড়ছে। 

তিনি বলেন, বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদের অভিনন্দন ও স্যালুট জানাই। টানা সাড়ে ১৫ বছর আমাদের ওপর অনেক জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি, ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটাকে মুক্ত করার জন্য। 

তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদরা গত সাড়ে ১৫ বছরে পারিনি। কিন্তু সেই সব দুঃখ যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরী হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তির বলে বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। 

শরীয়তপুর জেলা নায়েবে আমির কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী সহ সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, শরীয়তপুর জেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা মুহা. আ. রব হাসেমী, শরীয়তপুর জেলার ছাত্রশিবির সভাপতি মো. সাখাওয়াত কাওসার। 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা