• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সামান্তা শারমিন

রুমির মৃত্যু স্বাভাবিক নয়

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পি.এম.
এনসিপি নেত্রী রুমির মরদেহ দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে সামান্তা শারমিন। ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো সুস্পষ্ট ব্যবস্থা রাখা হয়নি। পাশাপাশি সংসদ নির্বাচন এমনভাবে আয়োজন করা হচ্ছে, যেখানে প্রশাসনের কোনো স্পষ্ট রূপরেখা নেই। এর ফলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ওপর নানাভাবে হুমকি আসছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এনসিপি নেত্রী রুমির মরদেহ দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে কোনোভাবেই নিরপেক্ষ বলা যায় না। তার দাবি, রুমিকে আগেই হুমকি দেওয়া হয়েছিল এবং তিনি নিয়মিত বুলিংয়ের শিকার ছিলেন। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, রুমির বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নারীদের নিরাপত্তা নিশ্চিত না করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় মন্তব্য করে সামান্তা শারমিন বলেন, এ বিষয়ে রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

এ সময় নির্বাচন ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কারের দিকে মনোযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রুমির মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য যেন গোপন না করা হয়, সে দাবিও তোলেন।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, নারীরা নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেমিট্যান্সে অর্থনীতি সচল, তবু প্রবাসীদের প্রতি অবহেলা: হাবিব
রেমিট্যান্সে অর্থনীতি সচল, তবু প্রবাসীদের প্রতি অবহেলা: হাবিব
ফ্যাসিবাদের প্রক্সিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
গণতান্ত্রিক সংস্কার জোট ফ্যাসিবাদের প্রক্সিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো: জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো: জাহিদ