• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদায় বেলা

প্রবাসীদের লন্ডন এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তাকে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন তিনি ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়। একটি হচ্ছে ১৬ ডিসেম্বর আমাদের 'বিজয় দিবস' এবং একইসাথে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সাথে যুক্তরাজ্যে ছিলাম, কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'তবে ওই দিন তাকে বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা হট্টগোল হলে এতে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান। 

তিনি বলেন, সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হবো- তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু: আলাল
তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু: আলাল
একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু