টপ নিউজ
            
        আপনজন
                                            
                                                লায়ন মোঃ গনি মিয়া বাবুল 
                                            
                                              
                                            ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০২ পি.এম.
                                            
                                        
                                    
 
                                            
                                    লায়ন মোঃ গনি মিয়া বাবুল। ছবি: ভিওডি বাংলা
চেনা মানুষের অচেনা আচরণ
ভীষণ যাতনা যন্ত্রণার কারণ,
ভালবাসার কথা বলে হয় ছলনা
অশ্রুতে অনল নেভানো যায় না।
অপরের চেয়েও বেশি ভয়ঙ্কর
আপন যখন হয়ে যায় পর,
বুকের গহিনে অনিষ্ট চিন্তা যার
সে তো আপন নয় শুধু চিৎকার।
আপনজন আনন্দ নিয়ে আসে
সুখে অসুখে থাকে পাশে,
নিজেকে বিলিয়ে পরকে করে আনন্দিত
আপনজন সবসময় নয় জননন্দিত।
আপনজন শক্তি সাহস প্রেরণা
 ত্যাগের মানসিকতা সদাচার উদারতা,
আপনজন পরস্পর বিবাদ নয়
সুখ শান্তি সফলতা আসবে নিশ্চয়।
লেখক পরিচিতি: 
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






