• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
করনায় বয়স শেষ হওয়ায় চাকরিতে আবেদনের সুযোগ চেয়ে বিক্ষোভ মিছিল করছেন ডাকসু প্রসঙ্গে বক্তব্য দিলেন ডাকসুর সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করল এনসিপি ডাকসু নির্বাচনের ভবিষ্যত নিয়ে সাদিক কাইয়ুমের বক্তব্য ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : রিজওয়ানা হাসান ৮ কেন্দ্রে হবে ডাকসুর ভোটগ্রহণ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭৩ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এর জরুরী সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন। VOD Bangla Live বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে ভর্তি

তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০৩:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে তার কোনো বাঁধা থাকছে না।

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারকে নিজ দলের এক নারী নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

চিঠিতে বলা হয়, গত ১৭ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বরাবর নৈতিক স্থলনজনিত অভিযোগের প্রেক্ষিতে একটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। সারোয়ার তুষার দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটি বরাবর উক্ত নোটিশের লিখিত জবাব প্রদান করেন। জবাব বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়।

আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সাংগঠনিক নির্দেশ মোতাবেক দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অনুপস্থিত থাকাসহ পার্টির সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ সাপেক্ষে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক সকল কর্মকাণ্ডে পুনর্বহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হলো।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত
বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত
তাদের জন্য ১৫ বছর  লড়াই করলাম, তারাই আজ ধাক্কা দেয়: রুমিন ফারহানা
তাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই আজ ধাক্কা দেয়: রুমিন ফারহানা
এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার
এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার