• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রদলকে ধন্যবাদ জানাল এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০২:৪৯ পি.এম.
এনসিপি ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

সমাবেশের স্থান পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করায় বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে এনসিপি। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে ৩ আগস্টের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তর করায় বিএনপি এবং ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, –আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

তিনি আরও লেখেন, –আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।

এর আগে বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের পরিকল্পনা করা হয়েছিল। তবে এনসিপির পক্ষ থেকে একাধিকবার অনুরোধ আসায় এবং দলটির নেতাদের সঙ্গে আলোচনার পর, গণতান্ত্রিক সৌজন্যবোধ দেখিয়ে ছাত্রদল সমাবেশের স্থান শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, –আমরাই প্রথমে কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নেই। তারপরও সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে আমরা স্থান পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছি। রাজধানীবাসীর যেন কোনো ভোগান্তি না হয়, সেই বিবেচনাও কাজ করেছে।

ছাত্রদল সভাপতি আরও জানান, এই পরিবর্তন নগরবাসীর জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে, তবে তাদের সহনশীলতা ও সচেতনতা নিশ্চয়ই এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ
আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন
আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু