৭ দফা বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতের জাতীয় সমাবেশ


নিজস্ব প্রতিবেদক
আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এই সমাবেশ আমাদের ৭ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যেই আয়োজিত হচ্ছে। সংবিধান ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি করতে জাতীয় ঐক্য, কাঠামোগত সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।’
সমাবেশের দাবিগুলোর মধ্যে রয়েছে:
-
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি,
-
গণহত্যার বিচার,
-
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার,
-
জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের পুনর্বাসন,
-
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন
-
প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা।
অধ্যাপক পরওয়ার জানান, সমাবেশ সফল করতে একটি কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ও ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। থাকবে ৬ হাজার স্বেচ্ছাসেবক, ১৫টি মেডিকেল বুথ, ভিডিও সম্প্রচারের জন্য ড্রোন ক্যামেরা ও এলইডি স্ক্রিন।
তিনি জানান, সড়ক, নৌ ও রেলপথে বিপুল সংখ্যক মানুষের ঢল নামবে রাজধানীমুখে। এতে সাময়িক জনদুর্ভোগ হতে পারে বলে দুঃখ প্রকাশ করে দেশবাসী ও নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
সমাবেশে ইসলামিক ও দেশপ্রেমিক জাতীয় নেতাদের উপস্থিত থাকার কথাও জানান তিনি।
সবশেষে সাংবাদিক, প্রশাসন ও জনগণের প্রতি সমাবেশে সহযোগিতার উদাত্ত আহ্বান জানান জামায়াতের শীর্ষ নেতারা।
ভিওডি বাংলা/ডিআর
জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে …

ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন ঠেকানোর …
