বাংলাদেশে মুজিববাদীদের এলাকা ছাড়া করা হবে: নাসীরুদ্দীন


নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে মুজিববাদীদের কোনো ঠাঁই হবে না। আমরা গোপালগঞ্জে আবার যাব। পাড়া-মহল্লা থেকে ধরে ধরে আওয়ামী লীগকে এলাকাছাড়া করা হবে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জের মতো সারা দেশ পুড়িয়ে ছারখার করার পরিকল্পনা করছে। দেশব্যাপী সতর্ক সবাই থাকুন।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না। এখনও সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা নাহলে আবারও লংমার্চ করব গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসব না। মুজিবাবাদমুক্ত করে ফিরব।’
তিনি বলেন, ‘৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হব। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটায় জয়ী হয়েই ফিরব।
পথসভায় আরও উপস্থিত ছিলেন: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ
এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত …

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …
