আমরা যদি বেঁচে ফিরি, মুজিববাদের কবর রচনার পরই ফিরব


নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সহিংসতার মধ্যে উত্তপ্ত বক্তব্য দিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হলে ফিরব না।”
তিনি আরও লেখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। আজকেই দালালদের কবর রচনার শেষ দিন।”
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়ার এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দুপুর সাড়ে ৩টার দিকে এনসিপির সমাবেশে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা—এমন অভিযোগ এনসিপি নেতাদের। তারা দাবি করেন, ছাত্রলীগ মঞ্চে থাকা মাইক, চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে।
এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসজুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ভিওডি বাংলা/ এমএইচ
কোন ষড়যন্ত্রে আমাদেরকে পা দেয়া যাবে না: দুদু
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “তারেক রহমানকে …

সরকারের সাথে গোপন অন্য শক্তি কাজ করছে : নায়েবে আমীর
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ …

‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও …
