• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘পাটালি গ্রুপের’ আটক ১০

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পি.এম.
মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘পাটালি গ্রুপ’-এর ১০ সদস্য আটক-ছবি সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনা অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই গ্রুপের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত রায়েরবাজার এলাকায় এই সেনা অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২)।
 
সেনা সূত্র জানায়, রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পাটালি গ্রুপের কয়েকজন সদস্য রায়েরবাজার এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। তথ্যের ভিত্তিতে সেনা টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে।
 
অভিযান চলাকালীন সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কিছু দুষ্কৃতিকারী কিশোর জ্ঞান সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।
 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সেনা অভিযানের ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন
ঢাকায় হঠাৎ দুই বাসে আগুন
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল