• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দু’জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।

এর আগে ১১ সেপ্টেম্বর শুনানি শেষে এ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও সাইমুম রেজা তালুকদার। 

পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অব্যাহতির আবেদন করেন। এছাড়া গ্রেপ্তার আসামি রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সারওয়ার জাহান। তার অবশিষ্ট শুনানি আজ হবে। সকালে চঞ্চলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পলাতক চার আসামি হলেন-ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রামপুরায় হোটেলের কাজ শেষে ফুফুর বাসায় ফেরার পথে পুলিশ-বিজিবির ধাওয়া এড়াতে এক নির্মাণাধীন ভবনের ছাদে ওঠেন ব্রাহ্মণবাড়িয়ার আমির হোসেন। জীবন বাঁচাতে কার্নিশ ধরে ঝুলে থাকলেও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ছয়টি গুলির পর নিচে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি বাড়ি ফেরেন।

একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম। গুলিবিদ্ধ হন মায়ার ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসা। পরে তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না শিশু মুসা।

এ মামলায় গত ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এর আগে ৩১ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আর গত ২৬ জানুয়ারি রাতে এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’
শেখ হাসিনার মামলায় সাক্ষ‍্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর
শেখ হাসিনার মামলায় সাক্ষ‍্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর