• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোসক বিএনসিসি প্লাটুনে বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠিত

নোসক প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নোয়াখালী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটশীপ সমাপ্তকারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম ছানাউল্লাহ, কলেজ বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার মোঃ সোলাইমান এবং সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন- “বিএনসিসি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সর্বদা শৃঙ্খলা, দেশপ্রেম এবং সমাজসেবার চেতনাকে জাগ্রত করে। কলেজের বিভিন্ন কার্যক্রমে বিএনসিসি প্লাটুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদায়ী ক্যাডেটরা এই প্রশিক্ষণ থেকে যা শিখেছেন, তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবেন— এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর আন্ডার অফিসার মোঃ সোলাইমান, সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফ, ক্যাডেট কর্পোরাল আরিফুল ইসলাম, ক্যাডেট কর্পোরাল জয়া ভৌমিক, সদ্য বিদায়ী ক্যাডেট কর্পোরাল আবির, ল্যান্স কর্পোরাল আসাদুজ্জামান রিফাত এবং ক্যাডেট মেহেরাজ হোসেন মোহন।

বক্তারা বিএনসিসি ক্যাডেটদের নিষ্ঠা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের প্রশংসা করেন এবং বিদায়ী ক্যাডেটদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। বক্তাদের মতে, বিএনসিসি শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ নয়, বরং মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের আদর্শ তৈরি করে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী ক্যাডেটদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময়  বিদায়ী ক্যাডেটরা বিএনসিসিতে কাটানো দিনগুলোর স্মৃতি স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল পরিদর্শন
রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল পরিদর্শন
খাদ্যবান্ধব চাল কালোবাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার
খাদ্যবান্ধব চাল কালোবাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার
সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে