• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চবি    ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ২ নম্বর গেটের কাছে শাহাবুদ্দীন ভবনের একটি বাসায় প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করেন। শিক্ষার্থীর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যেও গেট না খোলায় তিনি রুমমেটদের সহায়তায় ভেতরে ঢোকেন। এসময় দারোয়ান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে দারোয়ানের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। পরে বিষয়টি স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন আরবি বিভাগের ফুয়াদ হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাওন, ইতিহাস বিভাগের তাহসান হাবিব, লোকপ্রশাসন বিভাগের আশরাফুল ইসলাম রাতুল, গণিত বিভাগের লাবিব, ইংরেজি বিভাগের হাসান জুবায়ের হিমেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ টিপু সুলতান বলেন, “রাত দেড়টার পর থেকে একে একে আহত শিক্ষার্থীরা মেডিক্যালে আসতে থাকেন। একজন চিকিৎসক ও সীমিত লোকবল নিয়ে প্রায় ৬০ জনকে সেবা দিতে হয়েছে। গুরুতর আহতদের চমেকে পাঠানো হয়েছে।”

তিনি জানান, অক্সিজেনসহ জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে অনেক শিক্ষার্থীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। গুরুতর আহতদের মধ্যে ৫-৭ জনের মাথায় আঘাত রয়েছে।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে স্থানীয়দের সঙ্গে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর
রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত
বাগছাসের ৫০ দফা ইশতেহার ঘোষণা
বাগছাসের ৫০ দফা ইশতেহার ঘোষণা