• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাকসুর ভোট হবে ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ১১:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন আগে ২৮ সেপ্টেম্বর ভোট হওয়ার ঘোষণা দিয়েছিলেন। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের পর রাতের জরুরি বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম ভোটের দিন তিন দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত করেন।

এর আগে নতুন তফসিলে মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১–৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮–৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।

নির্বাচন তারিখ ঘন ঘন পরিবর্তনের ফলে সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ভোটের দিন এগিয়ে আনা হয়েছে এবং কিছু তারিখ পুনর্বিন্যাস করা হবে, যা পরে জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
ডাকসু নির্বাচনে জয়ী হলে গাঁজাখোর উচ্ছেদের প্রতিশ্রুতি প্রার্থীর
ডাকসু নির্বাচনে জয়ী হলে গাঁজাখোর উচ্ছেদের প্রতিশ্রুতি প্রার্থীর
অভ্যুত্থানে শহীদ সাজিদের বাবা জিয়াউল হক আর নেই
অভ্যুত্থানে শহীদ সাজিদের বাবা জিয়াউল হক আর নেই