• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গেরিলা প্রশিক্ষণ মামলা

মেজর সাদিকের স্ত্রী জাফরিনের আদালতে স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পি.এম.
আদালতে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। সংগৃহীত ছবি

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে রিমান্ড শেষে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেনের আবেদনে আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে গোপন বৈঠকে ৩০০–৪০০ জন অংশ নেন। সেখানে সরকারবিরোধী স্লোগান, আন্দোলনের পরিকল্পনা ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ঢাকায় সমাবেশের কৌশল চূড়ান্ত করা হয়। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট
শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর