মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল


এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক রুবেল আবারও ফিরছেন পর্দায়। মার্শাল আর্ট নির্ভর নতুন সিনেমা ‘মার্শাল কিং’-এর মাধ্যমে ফিরছেন তিনি, যাকে অনেকেই চেনেন ‘লড়াকু’ রুবেল নামে। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম এবং প্রযোজনায় রয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সিনেমাটির কিছু শুটিং দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, পুরোনো রুবেলের সেই অ্যাকশনধর্মী রূপ আবারও ফুটে উঠছে। নির্মাতা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন,
“ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত ‘মার্শাল কিং’ সিনেমার শুটিং করছি। এটি ধারাবাহিকভাবে নির্মিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রথম কিস্তি অক্টোবরে মুক্তি পাবে। জয় হোক বাংলা সিনেমার, জয় হোক মার্শাল আর্টের।”
রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এখন শুটিংয়ে ব্যস্ত আছি। সন্ধ্যায় বিস্তারিত কথা বলতে পারব। তবে এটুকু বলতে পারি, এই সিনেমাটির মাধ্যমে বলা যায় আমার নতুন করে প্রত্যাবর্তন হচ্ছে।’
সর্বশেষ তিনি আলোচনায় আসেন রায়হান রাফীর পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-এর মাধ্যমে। তবে নিজের চরিত্র নিয়ে সন্তুষ্ট নন রুবেল। জানিয়েছেন, সিরিজটিতে তাকে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
চিত্রনায়ক রুবেল বাংলা চলচ্চিত্রে কাজ করছেন তিন দশকেরও বেশি সময় ধরে। অভিনয় করেছেন ২০০টিরও বেশি সিনেমায় এবং প্রায় অর্ধশতাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন-যা একটি বিরল রেকর্ড। তার হাত ধরেই বাংলা সিনেমায় মার্শাল আর্ট, বিশেষ করে কুংফু ও ক্যারাতে, নতুনভাবে জনপ্রিয়তা পায়।
নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এখন পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি যার বেশিরভাগই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তার প্রযোজিত ও পরিচালিত সিনেমার মধ্যে আছে ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’, ‘বিষাক্ত চোখ’, ‘রক্ত পিপাসা’, ‘সিটি রংবাজ’, ‘খুনের পরিণাম’, ‘অন্ধকারে চিতা’, ‘চারিদিকে অন্ধকার’।
ভিওডি বাংলা/জা