কেসস্প্রিন্ট প্রতিযোগিতা আয়োজন করছে নজরুল বিশ্ববিদ্যালয়


সিয়ামুল ইসলাম ইমন নজরুল বিশ্ববিদ্যালয়ঃ প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা কেসস্প্রিন্ট-২০২৫ আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাব। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাধারা, বিশ্লেষণী দক্ষতা এবং বাস্তবসম্মত ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ জুলাই ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। অংশগ্রহণে আগ্রহী দলসমূহের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট ২০২৫।
প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ১. প্রাথমিক স্ক্রিনিং, এ রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক মূল্যায়ন হবে অনলাইনে। ২. সেমিফাইনাল, এ রাউন্ডে নির্বাচিত দলগুলো ভার্চুয়ালি অংশগ্রহণ করবে সেমিফাইনালে, যেখানে তারা একটি নির্দিষ্ট কেস বিশ্লেষণ করে উপস্থাপন করবে। ৩. গ্র্যান্ড ফিনালে, ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে জাককানইবি ক্যাম্পাসে অফলাইনে, যেখানে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে।
কেসস্প্রিন্ট-২০২৫-এ বিজয়ী দলসমূহের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট ১ লক্ষ ১০ হাজার টাকার প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল পাবেন ৫০,০০০ টাকা। প্রথম রানারআপ দল এবং দ্বিতীয় রানারআপ দল যথাক্রমে পাবেন ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা।বাকি ফাইনালিস্ট দলসমূহের জন্য ১০,০০০ টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
এই প্রতিযোগিতায় দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ৩ থেকে ৪ সদস্যবিশিষ্ট শিক্ষার্থী দল অংশগ্রহণ করতে পারবে। আয়োজকরা মনে করেন, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন কিংবা ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রতিযোগিতা বাস্তব জীবনের সমস্যা সমাধানের একটি কার্যকর অনুশীলন হয়ে উঠবে।
জাককানইবি ক্যারিয়ার ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা বিশ্বাস করি, এই জাতীয় পরিসরের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। এটি শুধু পুরস্কার জয়ের বিষয় নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের পেশাগত জীবন প্রস্তুতের একটি গুরুত্বপূর্ণ ধাপ।'
এ আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজক কমিটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা জানাচ্ছেন, প্রতিযোগিতার সার্বিক আয়োজনকে সফল ও মানসম্পন্ন করে তুলতে তারা নিরলসভাবে কাজ করছেন।প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলি, রেজিস্ট্রেশন লিংক ও সময়সূচি জাককানইবি ক্যারিয়ার ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলেও আয়োজকরা জানান।
ভিওডি বাংলা/ এমএইচ
ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জান্নাতুল …

রাজনীতি মুক্ত ক্যাম্পাস এর ঘোষক এখন ছাত্রশিবিরের সেক্রেটারি
সরকারি তিতুমীর কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানানো মুনতাসীর আনসারি …

সমকামিতা: ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের …
