• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দগ্ধদের চিকিৎসায় সরকার আন্তরিক ও প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই : নাহিদ ইসলাম বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানায় বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৫ আমাদের আঞ্চলিকতার টান দরকার- আবদুস সালাম কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার পানিবন্দি মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে ছাত্রদলের আহ্বায়ক রনি কুড়িগ্রামে ট্রিপল মার্ডার ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও চাঁদা আনতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ নিহত ১

সাজিদের সুষ্ঠু তদন্ত দাবিতে ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০২:১৭ পি.এম.
ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী  সাজিদ আব্দুল্লাহ'র মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

তদন্ত কাজে দীর্ঘসূত্রতায় ঘটায় দ্রুত সময়ের মধ্যে  তদন্ত রিপোর্ট প্রকাশ হচ্ছে না। কেন তারা রিপোর্ট   প্রকাশ করতে পারছে না। তাদের দাবি ৬ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশের কথা থাকলেও প্রশাসন এখনো কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশের জন্য এ কর্মসূচি পালন করেছেন তারা।

মিছিলে শিক্ষার্থীদের "তুমি কে আমি কে,সাজিদ সাজিদ", "আমার ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেব না", "আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে", "ক্যাম্পাসে লাশ পর, প্রশাসন কী করে", "প্রশাসনের মানি না,  মানবো না", " পুকুরে লাশ ভাসে প্রশাসন কী করে","বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় 

এ কর্মসূচিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিন, বিভাগের শিক্ষার্থীরা'সহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার তদন্তের বিষয়ে যে অগ্রগতি হবার কথা ছিল সেটা দৃশ্যমান হয়নি। দ্রুত তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় দিন সময় নিয়েছিলেন। কিন্তু সেটা এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত কাজের কোন গাফিলতি না করে দ্রুত সময়ের মধ্যে যেন রিপোর্ট প্রকাশ করা হয়। 

ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এখনো পর্যন্ত তদন্ত কমিটি থেকে আশ্বস্ত হওয়ার মত কোন তথ্য পাইনি। সাজিদের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে তার ন্যূনতম তথ্য প্রশাসন এখনো উপস্থাপন করতে পারেননি। প্রশাসনকে বলে দিতে চাই- অতিদ্রুত সাজিদের সুষ্ঠু তদন্ত রিপোর্ট পেশ করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিয়ে যাব, তখন প্রশাসনের কোন সুযোগ থাকবে না।

অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি বলেন, জুলাইয়ের পরে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবন্ধব  ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে চেয়েছি। সেই কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এগিয়ে না আসে তবে আমরা মনে করব এই প্রশাসন জুলাইয়ের চেতনাকে ধারণ করেনা। সাজিদের মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে অত্যন্ত জড়ালো দাবি উত্থাপন করা হয়েছে।  

তিনি আরোও বলেন, কয়েকদিন ধরে লক্ষ্য করছি সাজিদের মৃত্যু অর্থাৎ এই মূল বিষয়কে এড়িয়ে বিভিন্ন অপশক্তি সেখানে ঢোকার চেষ্টা করছে। এই অপশক্তিকে প্রতিহত করে সাজিদ হত্যার রহস্য উন্মোচনে আল কোরআন বিভাগ থেকে শুরু করে সকল বিভাগের শিক্ষার্থীরা ও ছাত্রসংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যাচ্ছে। এই প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে সাজিদ মূল রহস্য উন্মোচনে আমরা এক চুলও ছাড় দেব না ইনশাল্লাহ। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে চুল পরিমানও ছাড় দেওয়া হবে না। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসের কানে এই বাণী যাবে, তারা সচেতন হবে এবং সজিদের মৃত্যুর রহস্য উদঘাটন করে অতিদ্রুত সকলের সামনে পেশ করবে।

রুটিন ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, তদন্ত কমিটিকে ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। ছুটির দিন বাদে ৫ দিন কার্যদিবস পেয়েছে তদন্ত কমিটি। আশা করছি ভিসেরা রিপোর্ট হাতে পেলে চলতি সাপ্তাহের মঙ্গল/বুধবারের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারবো।

এ বিষয়ে রুটিন ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, "তদন্ত কমিটিকে ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। ছুটির দিন বাদে ৫ দিন কার্যদিবস পেয়েছে তদন্ত কমিটি। আশা করছি ভিসেরা রিপোর্ট হাতে পেলে চলতি সাপ্তাহের মঙ্গল/বুধবারের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারবো।"

উল্লেখ্য, সমাবেশ শেষে ইবি শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস, জামায়তে তালাবিয়া'সহ সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে মুজিববাদের বিরুদ্ধে বিক্ষোভ, নিদর্শন ধ্বংসের আল্টিমেটাম
ইবিতে মুজিববাদের বিরুদ্ধে বিক্ষোভ, নিদর্শন ধ্বংসের আল্টিমেটাম
ইবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু
ইবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু
জাবিতে ফিস্টের জোড়া আয়োজন: ৩০ জুলাই ও ৫ আগস্ট
জাবিতে ফিস্টের জোড়া আয়োজন: ৩০ জুলাই ও ৫ আগস্ট