• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক সিইসি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর

   ২ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
সাবেক সিইসি কে এম নুরুল হুদা। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন আবেদন খারিজের আদেশ দেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর একদিন আগেই (১ জুলাই), ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন নুরুল হুদা। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাঁর জবানবন্দি গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন একটি ‘প্রহসনের নির্বাচন’ ছিল এবং সে সময় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এ প্রেক্ষিতে গত রোববার বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২৪ জনকে আসামি করে মামলা করেন। মামলায় কে এম নুরুল হুদাসহ কয়েকজন সাবেক নির্বাচন কমিশনারের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২২ জুন সন্ধ্যায় রাজধানীর একটি এলাকায় জনতার ‘বিক্ষুব্ধ অবস্থানের’ মুখে পড়েন নুরুল হুদা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য, চলমান মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫৬ বন্দী
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫৬ বন্দী
আদালতে দায় স্বীকার করলেন নুরুল হুদা
আদালতে দায় স্বীকার করলেন নুরুল হুদা
হাসিনার পরিবারসহ ২৩ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
হাসিনার পরিবারসহ ২৩ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ