• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

পঞ্চগড়ে মাদকসহ দুই ব্যবসায়ী আটক

   ১৩ জুন ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় এক নাটকীয় যৌথ অভিযান চালিয়ে পুলিশ ও সেনাবাহিনী একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে এবং আটক করেছে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে—যাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক গোপন গোয়েন্দা প্রতিবেদন ছিল।

সম্প্রতি বোদার একটি ব্যস্ত সড়কপথে চলাচলকারী একটি দূরপাল্লার বাস সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হয়। সেনা সদস্যরা তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুত ছিল, এবং পুলিশের সহায়তায় তারা নির্ধারিত বাসটি থামিয়ে চালক ও যাত্রীদের নামানো শুরু করে। তল্লাশির এক পর্যায়ে, বাসের গোপন চেম্বার থেকে বিশাল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়, যা অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল—নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অবাক হয়ে যান এমন অভিনব পদ্ধতিতে মাদক বহনের চিত্র দেখে।

আটক দুই ব্যক্তির মধ্যে একজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনার অভিযোগে সন্দেহভাজন ছিলেন। অন্যজনকে বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, উভয়েই সংগঠিত মাদক চক্রের গুরুত্বপূর্ণ অংশ এবং এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহে জড়িত।

অভিযান পরিচালনাকারী এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই ধরণের অভিযান আরো জোরদার করা হবে এবং সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার মধ্য দিয়ে মাদক পাচারের যে গোপন রুট সক্রিয় রয়েছে, তা চিহ্নিত করে ধ্বংস করতে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করছে।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কঠোর মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ড চেয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এলাকাবাসী নিরাপত্তা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এবং একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

এই ঘটনায় বোদা উপজেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং অনেকেই বলছেন, দীর্ঘদিন পর প্রশাসনের এমন কার্যকরী পদক্ষেপে তারা আশার আলো দেখছেন—মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এরকম আরও অভিযান দরকার।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে শিয়ালের কামড়ে চর আষাড়িয়াদহে রেবিস আতঙ্ক
রাজশাহীতে শিয়ালের কামড়ে চর আষাড়িয়াদহে রেবিস আতঙ্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাহাড় পরিমান দুর্নীতির অভিযোগ
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাহাড় পরিমান দুর্নীতির অভিযোগ