ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ঢাকা কলেজ ছাত্রদল


নিজস্ব প্রতিবেদকঃ
নিষিদ্ধঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত দুইটায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা উসমাউল বাহার হিরো। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ২০৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের ভাষ্যমতে, ছাত্রলীগ নেতা বাহার হিরো গত বছরের গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই সায়েন্স ল্যাবে কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় অন্যতম ভূমিকা পালন করেন। তিনি ছাত্রলীগ সন্ত্রাসী রাউফুর রহমান সোহেলের ডান হাত ছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে হিরোকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নেতা বাহার হিরোর কাছে থেকে আগামীকাল সকালে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগের মিছিলের পরিকল্পনার তথ্য পেয়েছি। তার অসৎ উদ্দেশ্য ছিল। পরে তাকে নিউমার্কেট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
এ বিষয়ে জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন উদ্দিন সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
ভিওডি বাংলা/এম
রিয়াদের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বাড্ডার একটি …

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: সিআইডি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার …

আরেক সাবেক এমপির থেকে ৫ কোটি টাকার চেক লিখে নিয়েছেন রিয়াদ
রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছে চাঁদা দাবির …
