হাতিরঝিলে গুলি, সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যদের ত্রাস সৃষ্টি


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসী বাদশা গ্রুপের সদস্যরা। গুম, খুন, প্রকাশ্য, গুলি এহেন সব ধরনের অপরাধ প্রকাশ্যে সংগঠিত করছে এই গ্রুপের চিহিৃত সদস্যরা। দিনে দুপুরে এই সন্ত্রাসীরা প্রশাসনের ছত্র-ছাড়ায় ওপেন সিক্রেট অপরাধ করেই যাচ্ছে। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে রামপুরা-হাতিরঝিল এলাকায়। এতোকিছুর পরও প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে, উল্টো ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা চাইতে গেলে নানাবিধ হেনস্তার শিকার হচ্ছেন। বেশকিছু ভুক্তভোগী ভিওডি বাংলার কাছে এমনটাই অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) আনুমানিক রাত ৮ টা রাজধানীর হাতিরঝিল এলাকার বাগিচার টেক, ২২ নং ওয়ার্ডের একটি বাসায় মুখোশ পরিহিত ৪ জন বন্দুকধারী লোক এসে ভয়-ভীতি দেখানোর এক পর্যায়ে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনার সূত্র ধরে ভিওডি বাংলা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে যে ঘটনাটি চিহ্নত সন্ত্রাসী বাহিনী বাদশার পালিত সদস্যরাই সংঘটিত করেছে।
ঘটনার বিবরণে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় যে, বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে রাস্তায় ছিনতাই করে চিহ্নিত বাদশা গ্রুপের সদস্যরা। একপর্যায়ে ভুক্তভোগীকে গুরুতর আঘাত ও মারধর করে ছিনতাইকারীরা।
ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করতে অসম্মতি জানায়। কেন ভুক্তিভোগী থানায় গিয়েছে সন্ত্রাসীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাসায় এসে নানা হুমকি ধামকি ও বন্দুক প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। ভুক্তভোগীর বড় ভাইয়ের স্ত্রীকে সন্তাসীরা ভয়-ভীতি দেখানোর একপর্যায়ে ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভিওডি বাংলা/ এমএইচ
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, পরিবারের তদন্ত দাবি
আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত যুবদল নেতা আসিফ শিকদারের ঘটনার স্বাধীন …

রিয়াদের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বাড্ডার একটি …

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: সিআইডি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার …
