সেনাবাহিনী
সাতকানিয়ায় জামায়াত নেতার বাড়িতে অভিযান


চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সহসভাপতি দেলোয়ার হোসেনের বাড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।
সেনাবাহিনী বলছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সম্প্রতি কাঞ্চনা ইউনিয়নে ঘটে যাওয়া অপহরণসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ। তিনি আরও জানান, দেলোয়ার অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গেও জড়িত বলে গোয়েন্দা তথ্য রয়েছে। অভিযানের সময় দেলোয়ার হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি।
অন্যদিকে, এই অভিযানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী।
বুধবার (৭ মে) সন্ধ্যায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু তাহের এবং সেক্রেটারি জায়েদ হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে দেলোয়ার হোসেনকে দলের ‘শুভাকাঙ্ক্ষী’ ও ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে উল্লেখ করে দাবি করা হয়, একটি কুচক্রী মহলের ইন্ধনে দেলোয়ারকে টার্গেট করে ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনীকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেলোয়ার হোসেনের সঙ্গে সংগঠনের নিবিড় সম্পর্ক রয়েছে এবং এ ধরনের ষড়যন্ত্র করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, ক্যাপ্টেন পারভেজ জানিয়েছেন, “আমরা দল বা মত নয়, বরং অপরাধ দমনকে অগ্রাধিকার দিচ্ছি। যেখানে অপরাধ সংঘটিত হবে বা আশঙ্কা থাকবে, সেখানে আমাদের অভিযান চলবে। দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
ভিওডি বাংলা/ডিআর
তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঁটাবাড়ি গ্রামে সরকারি রাস্তা দখল করে ভবন …

রাজশাহী নগরীর সড়কে ঝলমলে আলো, পাড়া-মহল্লা অন্ধকার
গত আগস্ট ২০২৪ গণঅভ্যুথানের পর রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির …

ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ
ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। অথচ, …
