• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাতের ওপর হামলা, আলোচনায় ছাত্রলীগ নেতা নাসির মোড়ল

   ৫ মে ২০২৫, ১২:৫৫ পি.এম.

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুর হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নাম। আল জাজিরার সাংবাদিকের এক পোস্টকে ঘিরে নাসির মোড়লের নাম এখন আলোচনায়।

জানা গেছে, নাসির মোড়ল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে গত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করেন। এসময় নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নানা বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। হামলা ও ত্রাসের অভিযোগে তার নামে শ্রীপুর থানায় মামলা রয়েছে।

গত ২০২৩ সালে ৩০ আগস্ট শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে ফাঁকা গুলি ছুড়ে এক যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে নাসির মোড়লসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  এছাড়া নানা বিতর্কে তার নামে আলোচনা ছিল জেলাজুড়ে। নাসির মোড়লের বাবা শফিক মোড়ল। তার বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের‌ টেপিরবাড়ি মোড়ল পাড়া এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি শফিক মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার পর তাকে উদ্দেশে করে নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘মবমারানীর থ্রেট দিছিলা মনে আছে। এখন কি হইলো। থ্রেট লাইক করি না মাইন্ড ইট।’

আওয়ামী লীগের নেত্রী রুহুন নেছা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘গাজীপুরে আসবেন অথচ নাস্তা খেয়ে যাবেন না সে কি হয়। গাজীপুরের ইজ্জত থাকবে? আপনারাই বলুন। আবার গেলে জমি লিখে দিবে। আর নাটক করার সুযোগ পাবে না পিও।’

গাজীপুর সিটির সাবেক মেয়রের ছবি সম্বলিত এমডি জাহাঙ্গীর আলম নামের ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, ‘করিডোর ইস্যু চাপা দিতে হাসনাত আবদুল্লাহ ছেলেটি নিজেই গণধোলাই খাওয়ার নাটক সাজিয়েছে। গুজবে কান দিবেন না।’

হামলার ঘটনার পর হাসনাত তার ব্যবহৃত গাড়িটি নিয়ে বোর্ডবাজার এলাকার আইইউটির মূল ফটকের সামনে চলে আসনে। পরে সেখানে গাজীপুর জেলা ও মহানগরীর ছাত্র সমন্বয়ক ও এনসিপির নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবার ঢাকার উদ্দেশে রওনা করেন। পরে বোর্ডবাজারে ছাত্র সমন্বয়ক ও এনসিপির নেতা কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি আইইউটির সামনে থেকে শুরু হয়ে সাইবোর্ড এলাকায় ঘুরে আবার বোর্ডবাজারে এসে শেষ হয়।

রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এনসিপির নেতারা একটি মশাল মিছিল বের করে। মিছিলটি জয়দেবপুর চান্দনা চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে। ওই বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা, ছাত্র সমন্বয়ক এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
পাবলিক প্লেস ও গণপরিবহন ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
চলতি বছর ‘মব সন্ত্রাসে’ হত্যার সংখ্যা ২০২৪-এর চেয়েও বেশি: আসক
চলতি বছর ‘মব সন্ত্রাসে’ হত্যার সংখ্যা ২০২৪-এর চেয়েও বেশি: আসক
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার