• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান-ভারত ইস্যুতে যা বললেন ট্রাম্প

   ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পি.এম.
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে এবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। সম্ভবত তার চেয়েও বেশ।’ পরে এই লড়াই দু’দেশের মধ্যে ১৫০০ বছরের বলে উল্লেখ করেন তিনি।

তবে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলাকে খারাপ ঘটনা বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সেটা ছিল একটা খারাপ ঘটনা। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে যা সবসময়ই ছিল এবং পরিস্থিতি একই রকম।’

আরও পড়ুন: নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী

দু’দেশের এই উত্তেজনাকর পরিস্থিতি সমাধানে বেশ আশাবাদী ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে ভারত ও পাকিস্তান কোনো না কোনো উপায়ে তাদের বিরোধ সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি।’

ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের দ্বারা বেসামরিক লোকদের ওপর মারাত্মক হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। এ বিষয়ে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন ।

কাশ্মীর ১৯৪৭ সালে তাদের স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে। এরপর থেকে উভয় দেশ পূর্ণ এলাকা দাবি করলেও পৃথক পৃথক অংশ শাসন করে তারা। বিদ্রোহী গোষ্ঠীগুলো পূর্ণ অঞ্চলের স্বাধীনতার জন্য ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্রোহ চালিয়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার (২২ এপ্রিল) অঞ্চলের পেহেলগামে বন্দুকধারীদের হাতে ২৬ জন নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরে দুইদেশে। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।

পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধসহ পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয়। দু’দেশের শীর্ষ নেতারাও একে অপরকে আক্রমণাত্মক বাণী দিচ্ছেন। এমন পরিস্থিতিতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার