ইসরাইলে
বাঙ্কার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরাইলে বাঙ্কার ভাঙার বোমা পৌঁছে দিয়েছে নয়টি মার্কিন সামরিক বিমান। ইসরাইলের সরকারি সম্প্রচারক কেএএনের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তেল আবিবের কাছে ইসরাইলি বিমানঘাঁটি নেভাতিমে বাঙ্কার ভাঙার বোমা ভর্তি নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে।
হঠাৎ যুক্তরাষ্ট্র ইসরাইলে বাঙ্কার ভাঙার বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরাইলি মিডিয়া বলছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য মার্কিন-ইসরাইলি যৌথ হামলার প্রত্যাশায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরাইলে মার্কিন সামরিক বিমানের বাঙ্কার ভাঙার বোমা পাঠানোর বিষয়টি ইসরাইল নিশ্চিত করলেও এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, বাঙ্কার হল একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ যা পতনশীল বোমা, আর্টিলারি বা অন্যান্য আক্রমণ থেকে মানুষ এবং মূল্যবান সামগ্রীকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়। বাঙ্কারগুলি প্রায় সবসময়ই ভূগর্ভস্থ থাকে। যার ফলে শত্রুপক্ষ আক্রমণ করলেও বাঙ্কারে অবস্থানকারীদের কোনো ক্ষয়ক্ষতি হয় না।
ভিওডি বাংলা/এম
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস …

তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা …

ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ভারতের উন্নতি হজম …
