• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রামপুরা

স্ত্রীর মৃত্যুর তিন দিন পর মেয়েকে ধর্ষণ, বাবার স্বীকারোক্তি

   ১০ মার্চ ২০২৫, ০২:৫০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রামপুরা বউবাজার এলাকায় একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করায়।

কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মাস খানেক আগে কিশোরীটির মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় তার বাবা তাকে ধর্ষণ করেন। এমনকি তার মা বেঁচে থাকতেও একাধিকার ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে যে বর্ণনা দিয়েছে তা ভয়াবহ।  

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানিয়েছেন, রিকশাচালক আনোয়ারুল ইসলাম ভুক্তভোগী কিশোরির বাবা। তিনি মাদকাসক্ত। টিনসেড বাসাটিতে ৩ সন্তানকে নিয়ে থাকেন তিনি। তার স্ত্রী কিছু দিন আগে মারা গেছেন।

এসআই জানান, শনিবার দিবাগত রাতে স্থানীয়রা থানায় খবর দেন, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছেন। পরবর্তীকালে ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে আনোয়ারুল আটক করে থানায় নিয়ে আসা হয়। আর ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আনোয়ারুলকে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
পাবলিক প্লেস ও গণপরিবহন ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
চলতি বছর ‘মব সন্ত্রাসে’ হত্যার সংখ্যা ২০২৪-এর চেয়েও বেশি: আসক
চলতি বছর ‘মব সন্ত্রাসে’ হত্যার সংখ্যা ২০২৪-এর চেয়েও বেশি: আসক
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার