ডোনাল্ড ট্রাম্প:
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন

ইরানের দিকে যুক্তরাষ্ট্র আরও একটি নৌবহর মোতায়েন করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হচ্ছে। এর আগে গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর সঙ্গে থাকা একাধিক যুদ্ধজাহাজ।
বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের দিকে দ্বিতীয় একটি নৌবহর এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার আহ্বান জানান। ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।”
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের কাছাকাছি অঞ্চলে যুক্তরাষ্ট্র এমন একটি নৌবহর মোতায়েন করেছে, যা ভেনেজুয়েলার কাছে পাঠানো নৌবহরের চেয়েও বড়। এবার তিনি নিশ্চিত করলেন, দ্বিতীয় একটি নৌবহরও ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে কোন নৌবহরটি পাঠানো হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।
প্রসঙ্গত, ইরানের দিকে যাত্রার আগে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধজাহাজগুলো ভেনেজুয়েলার জলসীমার কাছে মোতায়েন ছিল। কয়েক মাস সেখানে অবস্থানের পর গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় বলে দাবি করা হয়। এরপর ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।
এক্সিওসের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, “তারা চুক্তি করতে চায়। আমি জানি তারা একাধিকবার যোগাযোগ করেছে। তারা আলোচনায় বসতে চায়।”
বিশ্লেষকদের মতে, ইরানের দিকে একের পর এক নৌবহর পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে তেমনি কূটনৈতিক সমঝোতার বার্তাও দিচ্ছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল আরাবিয়া, বার্তাসংস্থা
ভিওডি বাংলা/জা







