• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পি.এম.
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডপ্রাপ্তকে মৃত্যুদণ্ড কার্যকর দেশটির কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের গণমাধ্যম শাখা মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) হামিদরেজা সাবেত এসমাইলিপুর নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মিজানের প্রতিবেদনে বলা হয়, হামিদরেজা সাবেত এসমাইলিপুরকে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন গোয়েন্দা কার্যক্রমে সহযোগিতা করেছেন। তদন্তে উঠে আসে, তিনি ইরানের গুরুত্বপূর্ণ সরকারি ও নিরাপত্তা সংশ্লিষ্ট গোপন নথি সংগ্রহ করে তা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন।

ইরানের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ব্যক্তি নিয়মিতভাবে সংবেদনশীল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এসব তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থার জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ইরানের একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

পরবর্তীতে হামিদরেজা সাবেত এসমাইলিপুর উচ্চ আদালতে আপিল করলে দেশটির সুপ্রিম কোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে এর আগেও একাধিক ব্যক্তিকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ করে গত বছর থেকে এ ধরনের দণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে অভিযোগ তোলে তেহরান। এর পর থেকেই ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

সূত্র: আল আরাবিয়া

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন