• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পি.এম.
ইরানে চলমান বিক্ষোভ। সংগৃহীত ছবি

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫ জনে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)–এর বরাতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সংস্থাটি আরও দাবি করেছে, এ পর্যন্ত ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা বর্তমানে ১৬তম দিনে গড়িয়েছে।

এইচআরএএনএ জানায়, ইরান টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথম এই আন্দোলন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয়।

শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে গত বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শুক্রবারও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। ওই দুই দিনে নিরাপত্তাবাহিনীর গুলিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। এতে শত শত মানুষ নিহত ও আহত হন।

সরকারি সূত্র জানায়, সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্যও নিহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহতের বিষয়ে সরকারি কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল উসকানি দিয়েছে, যার ফলে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, ‘সশস্ত্র দাঙ্গাবাজরা’ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুমকি দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। সর্বশেষ রোববার তিনি ইরানের বিরুদ্ধে ‘শক্তিশালী পদক্ষেপ’ নেওয়ার কথা ভাবছেন বলে জানান, তবে হস্তক্ষেপের ধরন ও স্থান সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি।

সূত্র: আনাদোলু

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন