• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি ছাড়াল ৫০০

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ এ.এম.
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ। সংগৃহীত ছবি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ/HRANA) জানিয়েছে, গত দুই সপ্তাহের অস্থিরতায় অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

রোববার (১২ জানুয়ারি) প্রকাশিত এই তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এইচআরএএনএ জানায়, দেশজুড়ে টানা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণহানি ও গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিহতের সংখ্যা প্রকাশ করেনি। রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের পর এটিই ইরানের শাসকদের বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা হত্যাকাণ্ড চললে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তবে এই হুঁশিয়ারি বাস্তবে নীতিগত পদক্ষেপে রূপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব’ না করার আহ্বান জানিয়ে বলেন, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড (ইসরায়েল)সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন