• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের হামলায় ৩২ কিউবান নিহত, রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ১২:১০ পি.এম.
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান-ছবি: সংগৃহীত

সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ৩২ জন কিউবান নাগরিক প্রাণ হারিয়েছেন। কিউবা সরকার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে। নিহতরা ভেনেজুয়েলার বিপ্লবী সশস্ত্র বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশ নিয়ে নিহত হয়েছেন।

নিহতদের স্মরণে কিউবা সরকার সোমবার (৫ জানুয়ারি) ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে হাভানা প্রশাসন। 

অপরদিকে, কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই হামলার কঠোর নিন্দা জানিয়ে এটিকে ‘সাহসী ভেনেজুয়েলার জনগণ ও আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেন।

এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং কিউবা ও ভেনেজুয়েলা তাদের অবস্থান আরও দৃঢ় করার সংকল্প ব্যক্ত করেছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন