খালেদা জিয়ার প্রয়াণে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক প্রকাশ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।”
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন তিনি।
রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বহু প্রতিকূলতা ও ত্যাগের সাক্ষী ছিলেন খালেদা জিয়া। স্বামী ও সন্তান হারানোর শোক, দীর্ঘ রোগভোগ এবং রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও তিনি গণতন্ত্রের আন্দোলনে অবিচল ছিলেন। মামলা, কারাবরণ ও নানা বাধা সত্ত্বেও তিনি নিজের রাজনৈতিক আদর্শে অটল থেকেছেন।
আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন এবং পর্যাপ্ত চিকিৎসার সুযোগ পাননি বলে অভিযোগ রয়েছে। এতে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি ঘটে।
২০২৪ সালের গণআন্দোলনের পর ৬ আগস্ট তাকে মুক্তি দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং প্রায় চার মাস সেখানে চিকিৎসা নেন। মে মাসে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও নানা রোগে ভুগছিলেন।
সবশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি মারা যান।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক শোকবার্তা আসছে।
ভিওডি বাংলা/জা







