• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাশকতার মামলায় জামিন পেলেন এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম-ছবি-ভিওডি বাংলা

বাড্ডা থানায় পুলিশের করা ২০১৫ সালের একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর এম এ কাইয়ুম বলেন, মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের মামলার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি সতর্কতার সঙ্গে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, এম এ কাইয়ুমের বিরুদ্ধে শতাধিক মামলা থাকলেও প্রতিটি মামলাতেই তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
রাশেদ প্রধান হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
২ গণমাধ্যমের ওপর হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
২ গণমাধ্যমের ওপর হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, কিন্তু শঙ্কা কাটেনি: রিজভী
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, কিন্তু শঙ্কা কাটেনি: রিজভী