• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসারে পল্লী বিদ্যুতের মিটার নিয়ে নয়ছয়, ভোগান্তিতে গ্রাহক

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ডাসারে পল্লী বিদ্যুতের মিটার নিয়ে নয়ছয়, ভোগান্তিতে গ্রাহক। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে বৈদ্যুতিক খুঁটি ও লাইনে বিদ্যুৎ সরবরাহ থাকা সত্ত্বেও বারবার মিটারের আবেদন করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না সৈয়দ আতাউর রহমান খোকন নামে এক গ্রাহক।

অভিযোগ উঠেছে প্রতিবেশীর অভিযোগের দোহাই দিয়ে মিটার সংযোগ দিতে অনীহা প্রকাশ করছেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সাব-জোনাল অফিস। ভুক্তোভোগী সংশ্লিষ্ট অফিসে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার মিলছে না।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানাগেছে, ডাসার উপজেলা ও হাসপাতালসহ দোনারকান্দি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য এলইজিডির রাস্তার পাশ দিয়ে বিদ্যুতের খুঁটি বাসানো হয়েছে। এসব খুঁটি থেকেই মিটার সংযোগ পেয়ে থাকেন গ্রাহকরা।

তারই ধারাবাহিকতায় সৈয়দ আতাউর রহমান খোকন নামে এক গ্রাহক প্রায় দেড় মাস আগে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সাব- জোনাল অফিসে তার দোকান ঘরে মিটার সংযোগ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন। দীর্ঘদিন ধরে সংযোগ না পেয়ে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে গিয়ে জানতে পারেন, সৈয়দা ইশরাত ইমাম নামে এক প্রতিবেশী বিদ্যুৎ সরবরাহ করলে তার সমস্যার কথা জানিয়ে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তি করেই মিটার দিচ্ছে না পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে দীর্ঘদিন ধরে দোকান ঘরে মিটার সংযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহক।

ভুক্তভোগী গ্রাহক সৈয়দ আতাউর রহমান খোকন জানান, আমি থানার পাশে এবং ডাসার  উপজেলা মেইন রোডের সাথে একটি দোকান ঘর করি। দোকান ঘরে মিটার সংযোগ পাওয়ার জন্য অনলাইনে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সাব-জোনাল অফিসে একটি আবেদন করি। কিন্তু বৈদ্যুতিক মিটার সংযোগ দিতে অনীহা প্রকাশ করছেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার-সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার। আমার অনলাইনে আবেদনটি নামঞ্জুর করেন এবং পুনরায় আবেদন করতে বলেন। ডাসার পল্লী সমিতির সাব -জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জানান, প্রতিবেশীর সাথে ঝামেলা মিটিয়ে ফেলেন। আমি মনে করি তিনি কোন পক্ষের হয়ে কাজ করছেন। আমার দোকান ঘর এলইডির রাস্তার পাশে মিটার সংযোগ দিলে কারও কোন সমস্যা হওয়ার কথা না। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার সহকারী জোনাল অফিসার মো. মাহফুজুর রহমান আমার প্রতিবেশীর অজুহাত দেখিয়ে বৈদ্যুতিক মিটার সংযোগ দিতে নয়ছয় করছে। আমি বিদ্যুৎ সমিতির অফিসে বারবার আবেদন করলেও কোন সুরাহা মিলছে না। আমি বিদ্যুৎ সংযোগ না পেয়ে পেয়ে হতাশগ্রস্ত।আমি এর ন্যায় বিচার চাই।

এবিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাসার  সাব -জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. মাহফুজুর রহমান বলেন, আমরা মিটার দেওয়া পক্ষে কিন্তু স্থানীয় কোন বাঁধা ঝামেলা থাকলে সেখানে সংযোগ দিতে যাই না। সানমন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম নামে একজন লিখিত অভিযোগ দিয়েছে। তার সাথে ঝামেলা মিটিয়ে ফেললে তাহলে বিদ্যুৎ সংযোগ দিতে কোন বাঁধা থাকবে না।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
গৌরীপুর পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
হাদির মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলা যুবলীগ নেতা গ্রেপ্তার
বাঁশখালী হাদির মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলা যুবলীগ নেতা গ্রেপ্তার