হাদি হত্যা
৩ দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার, আসামিদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে রয়ে যাবো’, ‘তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাদের দাবি, এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করতে হবে।
তারা আরও বলেন, শহীদ ওসমান হাদির জানাজার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় বক্তারা দাবি করেন, যতদিন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার সম্পন্ন না হবে, ততদিন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কার্যক্রম চালাতে পারবে না।
ভিওডি বাংলা/ আরিফ






