• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল অনুশীলন করবে কক্সবাজার একাডেমী মাঠে।

৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

এরপর ৮ ডিসেম্বর দিনটি রাখা হয়েছে বিশ্রামের জন্য। পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে ৯ ডিসেম্বর। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আইপিএল রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ