টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত

বলিউডে অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যুশোক কাটতে না কাটতেই টলিউডে আবারও শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি দিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। অভিনেত্রীর মেয়ে দামিনী বেণী জানিয়েছেন, প্রাথমিকভাবে গলস্টোন ধরা পড়েছিল। তবে অত্যধিক রক্তচাপের কারণে সার্জারি করা সম্ভব হয়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলতে থাকে, কিন্তু এরই মধ্যে ঘরে পড়ে গিয়ে ভদ্রা বসু মস্তিষ্কে আঘাত পান এবং রক্তক্ষরণের সমস্যার সম্মুখীন হন।
দামিনী বেণী বলেন, “গলস্টোন প্রথমে ধরা পড়েছিল, তবে তখন শরীরে আরও জটিলতা দেখা দিয়েছিল। কোন সমস্যা আগে ঘটেছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।”
প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চললেও পরে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে একাধিক অস্ত্রোপচার করা হয়, কিন্তু বারবার সংক্রমণের ফলে হৃদয়ে জটিলতা দেখা দেয় এবং কিডনিতেও সমস্যা শুরু হয়। ডায়ালিসিস প্রয়োজন হয়ে আসে। শেষ পর্যন্ত শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টের পর ভদ্রা বসুকে বাঁচানো যায়নি। শনিবার সকালে নিমতলা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভদ্রা বসু ছিলেন নাট্যপরিচালক অসিত বসুর স্ত্রী এবং বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম। দীর্ঘ মঞ্চজীবনে তিনি অভিনয় ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রয়াণে সামাজিক মাধ্যমে শিল্পমহলে গভীর শোক নেমে এসেছে।
ভিওডি বাংলা/জা





