• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যেও না প্লিজ....

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ১০:২৩ পি.এম.
কবি হাসান সেলিম। ছবি-ফেসবুক

যেও না প্লিজ,প্লিজ যেও না,  

ওই সমুদ্র গর্ভে,অজানা আঁধারে

তোমার শূন্যতা একদিন আমায়  

চিরকালীন শুন্যতায় ডোবাবে।

কি এমন দুঃখ বলো,  

যা তোমায় টেনে নেয় তলানির নিচে?  

আমায় একটিবার দেখো, বলো—  

আমি তো এখনো আছি পাশে চুপিচুপি।

তুমি হারিয়ে গেলে,  

এই শহরের আলোও নিভে যাবে।  

তোমার হাসির রংহীন অভাব  

আমার সমস্ত দিন কালো করে দেবে।

তোমার চোখের কষ্ট আমি পড়তে শিখেছি,  

তবুও বোবা ছিলাম,ক্ষমা কোরো আমায়।  

কিন্তু হারিয়ে যাওয়ার আগে  

আরেকবার ভাবো,থাকো না আমার জন্যই—  

কারণ তোমার জীবন শুধু তোমার নয়

তোমার সাথে জড়িয়ে আছে  

অসংখ্য ভালোবাসা,চাওয়া আর অপেক্ষা

এবং আমি ও আমার নিরব ভালোবাসা। 

যেও না প্লিজ…  

জীবনকে একবার সুযোগ দাও,  

আমি আছি,সত্যি বলছি আমি আছি—  

তোমার পাশে আলোর ছায়া হয়ে।

---- হাসান সেলিম 

ভিওডি বাংলা/ এমএইচপি/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রবীন্দ্র সরোবরে নৃত্য, গান ও কবিতায় নবান্ন উৎসব উদযাপিত
রবীন্দ্র সরোবরে নৃত্য, গান ও কবিতায় নবান্ন উৎসব উদযাপিত
মৃত সাগরের ঢেউ-  রইস মনরম
মৃত সাগরের ঢেউ- রইস মনরম
আপনজন
আপনজন