• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৃত সাগরের ঢেউ- রইস মনরম

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
কবি ও লেখক রইস মনরম

আকাশে ওড়েনা পাখি,

জলে নেই মাছের তাড়ন-তোলপাড়,

নেই তিমি শুশুক হাঙর, 

নেই শঙ্খ গুগলি ঝিনুক 

এমনকি জলজ উদ্ভিদ কোনো;

নেই কোনো জীবনের আলোড়ন।

কতোকাল কালান্তর ধরে মরে পড়ে আছে

সেইসে সাগর, মৃত সে, ডেডসী!

লুত নবীর পদচ্ছাপ ঢেকে দিলো কি সমকামী পাপ!

মানুষেরই আছে তবু পাপের সন্তাপ।

ভূমিকম্পের পূর্বাভাস কখনো আসেনা আকাশ থেকে,

ধরেনা আকাশ কখনো রক্তের কিংবা কলঙ্কের দাগ;

শুধুমাত্র মানুষই নিজের গায়ে কলঙ্ক মাখে

ফেরেস্তাকে দেয়না সে সামান্য দোষ;

পৃথিবীর অন্য কোনো প্রাণীকেও না।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অচেনা পথ : জামশেদ নাজিম
অচেনা পথ : জামশেদ নাজিম
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত
অস্পর্শে থেকো
অস্পর্শে থেকো