• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ) বিকালে পাকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট-এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও  শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ।

জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, কামরুল হাসান, সদস্য হাসানুর রেজা জিয়া, জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, জেলা মহিলা দলের  যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, জেলা স্বেচ্ছাসেবক সাবেক সি: সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদারসহ আরও অনেকে।

ভিওডি বাংলা-মো. মাকসুদুর রহমান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী
পাবনা-৩ মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী