• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিপিএ-৫ :  এগিয়ে ঢাকা বোর্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়ছেন ২৬ হাজার ৬৩ জন, রাজশাহীতে ১০ হাজার ১৩৭ জন, কুমিল্লায় ২ হাজার ৭০৭ জন, যশোরে ৫ হাজার ৯৯৫ জন, চট্টগ্রামে ৬ হাজার ৯৭ জন, বরিশালে ১ হাজার ৬৭৪ জন, সিলেটে ১ হাজার ৬০২ জন, দিনাজপুরে ৬ হাজার ২৬০ জন, ময়মনসিংহে ২ হাজার ৬৮৪ জন, মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরিতে ১ হাজার ৬১০ জনসহ মোট জিপিএ-৫ পেয়েছেন  ৬৯ হাজার ৯৭ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

এদিকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে ঢাকার সেরা ১০ কলেজের মধ্যে ১ম স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এখানে মোট পরীক্ষার্থী ছিল ১৬৯৩ জন। পাস করেছে ১৬৯২ জন। পাসের হার ৯৯.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২১৮ জন।

২য় স্থানে রয়েছে মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষার্থী ছিল ২৯৮১ জন, পাস করেছে ২৯৭৬ জন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।

৩য় স্থানে রয়েছে ঢাকা রেসিডিয়ান্সশিল মডেল কলেজে, পরীক্ষার্থী ছিল ১০১৬ জন। পাসের হার ৯৯.৮০ শতাংশ। আর প্রতিষ্ঠানটি মোট জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।

৪র্থ স্থানে নটরডেম কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ৩২৩৯ জন এবং পাস করেছে ৩২২৬ জন। পাসের হার ৯৯.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৫৪ জন।

৫ম স্থানে রয়েছে শহীদ বীর উত্তম এল টি আনোয়ার গালর্স কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ১২৮৬ জন, পাস করেছে ১২৭৯ জন। পাসের হার ৯৯.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭৭ জন।

৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা কলেজ। প্রতিষ্ঠানটিতে মোট পরীক্ষার্থী ছিল ১৪৪২ জন। পাস করেছে ১২১৭ জন এবং পাসের হার ৯৮.৭৭ শতাংশ। এছাড়া ৮৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

৭ম স্থানে রয়েছে ঢাকা সিটি কলেজ। এখানে পরীক্ষার্থী ৩৪৪১ জন, পাস করেছে ৩৩৬৯ জন। পাসের হার ৯৭.৯১ শতাংশ।

৮ম স্থানে রয়েছে আদমজী ক্যান্টমেন্ট কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ২৩৬৭ জন, পাস করেছে ২৩১৫ জন। পাসের হার ৯৭.৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২২৯ জন।

৯ম স্থানে রয়েছে বিএএফ শাহিন কলেজ (কুর্মিটোলা)। প্রতিষ্ঠানটিতে পরীক্ষার্থী ছিল ১১৬৬ জন, পাস করেছে ১১৪০ জন। পাসের হার ৯৭.৭৭ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।

১০ স্থানে রয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ১৭৭৮ জন যার মধ্যে পাস করেছে ১৭৭১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ .৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়ছে ৮৭৪ জন।

গত জুলাই মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষার মতো এবার এইচএসসির ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ
ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ