• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজার জন্য ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের জাহাজ রওনা

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিসরের উদ্দেশে রওনা দিয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) জাহাজটি দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিসরের আল আরিস বন্দরের দিকে ছেড়ে যায়।

তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই ত্রাণ পাঠানোর দায়িত্ব নিয়েছে। মিসরীয় রেড ক্রিসেন্ট ও ১৭টি এনজিওও এতে সহায়তা করছে। জাহাজে রয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা। খাদ্য সরবরাহ মিসরের মাধ্যমে গাজার কারিম আবু সালেম ক্রসিংয়ে পৌঁছানো হবে।

জাহাজের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া। তিনি জানান, “ভূমধ্যসাগরীয় এ জাহাজে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করা হয়েছে। তুরস্ক ইতিমধ্যেই ১৭টি জাহাজ ও ১৪টি বিমানে খাদ্য সহায়তা পাঠিয়েছে। গাজার ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর আছে।

সূত্র: আনাদোলু

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস