• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুদানের মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পি.এম.
সুদানের মসজিদে ড্রোন হামলা বহু হতাহত। সংগৃহীত ছবি

সুদানের দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। খবরটি জানিয়েছেন স্থানীয় জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। হামলা ভোরের প্রার্থনার সময় সংঘটিত হয়।

হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)কে দায়ী করা হলেও গোষ্ঠীটি এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি।

সুদানের মসজিদে ড্রোন হামলা বহু হতাহত।

আরএসএফ দুই বছরের বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে এবং আল-ফাশের শহরের দখলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শহরের তিন লাখের বেশি বেসামরিক নাগরিক এই সংঘাতের মধ্যে আটকা পড়েছেন। চলতি সপ্তাহে শহরের বাইরে বাস্তুচ্যুতদের শিবিরেও হামলার খবর পাওয়া গেছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত ক্রমশ জাতিগত রূপ নিচ্ছে এবং সাধারণ জনগণ ঝুঁকিতে পড়ছে। দখলকৃত এলাকায় অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি চালানোর অভিযোগে আরএসএফের বিরুদ্ধে সতর্কতা দেওয়া হয়েছে। তবে আরএসএফ সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী