• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এ.এম.
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-ছবি সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা হবে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে বুধবার (৩ সেপ্টেম্বর) তার জেরা হওয়ার কথা থাকলেও, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় চাওয়ায় তা স্থগিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে ২ সেপ্টেম্বর মামলার আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তিনি আওয়ামী লীগ শাসনামলে পুলিশের রাজনৈতিক প্রভাব-গ্রুপিংয়ের কথা বর্ণনা করেন এবং জানিয়ে দেন যে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে। একই সঙ্গে শহীদ ও আহত পরিবারসহ দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন।

এ পর্যন্ত এই মামলায় চৌধুরী মামুনসহ ৩৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তারা শেখ হাসিনা, কামাল ও হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এদিকে, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও, প্রসিকিউশনের সময় চাওয়ার কারণে তা অনুষ্ঠিত হয়নি। এ মামলায় কনস্টেবল সুজনসহ চার পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আবারও হাইকোর্টে রিট
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আবারও হাইকোর্টে রিট
হাসিনাসহ ৪০ জনের নামে ৩ সাক্ষীর অভিযোগ দায়ের
হাসিনাসহ ৪০ জনের নামে ৩ সাক্ষীর অভিযোগ দায়ের
অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর