• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেসবুকে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ০২:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"সৈয়দপুর নিউজ " নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষে ভুয়া আইডি দিয়ে ফেইসবুক পেইজ খুলে সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবী মানুষের ছবিসহ মনগড়া তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেন, সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের জিএম মাসুদ রানা।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময়ে লিখিত বক্তব্যে সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের জিএম মাসুদ রানা বলেন, সৈয়দপুর নিউজ নামে ভূয়া আইডির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি সৈয়দপুর থানায় সাধারন ডায়েরী করেছে, যার তদন্ত চলমান। কুচক্রী মহল ওইসব আইডি দিয়ে শুধু মানহানি নয় মোটা অংকের চাঁদা দাবী করছে ভুক্তভোগিদের কাছে। এতে সৈয়দপুর শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি নেতিবাচক ধারনা সৃষ্টি হয়েছে।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন ,আমি জেনারেল ম্যানেজার পদে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে, দীর্ঘদিন ধরে এই সুনামধন্য প্রতিষ্ঠানে অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছি। গতকাল দুপুরে "সৈয়দপুর নিউজ" নামে একটি ফেইসবুক আইডির পেইজ থেকে "ব্রেকিং নিউজ সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এর জিএম মোঃ মাসুদ রানার কিছু গোপান। নথি সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে"। যার উদ্দেশ্যই ছিল গোপনে আমার সাথে যোগাযোগ করে কিছু উপঢৌকন নেয়া। কিন্তু আমি তা করিনি। পরবর্তীতে সন্ধ্যার পর একই ফেইসবুক আইডি থেকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিতভাবে রংপুরে আমার স্ত্রীর নামে ৫ তলা ফ্লাট, রেস্টুরেন্ট এবং তিনটি গাড়ী রয়েছে এবং আমি নভো এয়ার এর মাধ্যমে সুন্দরী রমনীদের নিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছি। ওই পোস্টে আমার কিছু ছবির সাথে বেনামী ফ্লাট ও গাড়ীর ছবি দেয়া হয়েছে। যাহার সহিত আমার কোন ধরনের সম্পৃক্ততা নাই। মূলত আমার সুনাম ক্ষুন্ন ও আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করাসহ আমার সার্বিক ক্ষতি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্র করছে।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন  সেই সঙ্গে উপরোক্ত ভূয়া ফেইসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেছি এবং আপনাদের ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি ।

উল্লেখ্য গত কয়েকমাস ধরে সৈয়দপুর নিউজ, সৈয়দপুর ২৪ নিউজ, সৈয়দপুর নিউজ ২৪ , প্রতিদিনের সৈয়দপুর, আজকের সৈয়দপুর, দৈনিক সৈয়দপুর সহ বিভিন্ন ফেসবুক পেজ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। তাদের টার্গেট বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া । আর এমন অপপ্রচার দৈনিক বৃদ্ধি পাচ্ছে এদের শিকার হচ্ছে একাধিক ব্যক্তি।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন