• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘কুলি’ বনাম ‘ওয়ার টু’: ১৫ দিনে রজনীকান্তের দাপট

বিনোদন ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ০২:০০ পি.এম.
রজনীকান্ত-হৃতিক রোশন-ছবি সংগৃহীত

গত ১৪ আগস্ট একসঙ্গে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘কুলি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার টু’। শুরু থেকেই দুই ছবির মধ্যে বক্স অফিসে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা চলছিল। তবে ১৫ দিনের হিসাব দেখাচ্ছে, দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত এগিয়ে রয়েছেন। 

লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’-র বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। রজনীকান্তের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান এবং বিশেষ অতিথি আমির খান। সূত্র অনুযায়ী, প্রথম দিন থেকেই দর্শকরা ছবিটিকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। ১৫ দিনে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৭১ কোটি রুপি।

অন্যদিকে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’-র বাজেট আরও বেশি, প্রায় ৪০০ কোটি রুপি। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আডভানি, টাইগার শ্রফ ও আশুতোষ রানা ছবিটিতে অভিনয় করেছেন। প্রথম দিনেই এটি করেছে ৫২ কোটি রুপির ব্যবসা, ১৫ দিনে আয় দাঁড়িয়েছে ২৩১ কোটি রুপি।

দুই ছবি বক্স অফিসে ভালো পারফর্ম করছে, তবে হিসাব অনুযায়ী আপাতত রজনীকান্তের ‘কুলি’ এগিয়ে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার ৫ শহরে কনসার্ট করবেন তাহসান
অস্ট্রেলিয়ার ৫ শহরে কনসার্ট করবেন তাহসান
মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে দুবাই রাজকন্যার বাগদান
মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে দুবাই রাজকন্যার বাগদান
গণপতি দর্শনে গিয়ে কী ঘটল জাহ্নবীর সঙ্গে?
গণপতি দর্শনে গিয়ে কী ঘটল জাহ্নবীর সঙ্গে?