• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যমুনা সেতুতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে স্থবির যানচলাচল

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে ট্রাক, দুধবাহী লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার  (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে একটি ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে সেটি আবার দুধবাহী লরির সঙ্গে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানটি সড়কের মাঝে আড়াআড়ি আটকে যায় এবং পুরো লেন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় দুজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সেতুর ওপরে সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে উত্তরবঙ্গ লেনজুড়ে যানজট হয়েছিল। ফলে উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রেকারের সাহায্যে ট্রাকগুলো সরিয়ে নেওয়া হলে সকাল ৭টার পর সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ