• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কমিটি পরিচিতি ও শপথ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর  উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগষ্ট) বিকেলে মধুপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠানটি মেট্রো হসপিটালের হল রুমে অনুষ্ঠিত হয়। 

মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর শাখার  অনুষ্ঠানটি উদ্বোধন ও শপথ পাঠ করান “বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাইদুর রহমান ,  মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবির, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. ফজলুল হক, মধুপুর মেট্রো হসপিটালের চেয়ারম্যান ডা. মোঃ মোশাররফ হোসেন, মধুপুর ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর  উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মো. নাজমুল হোসেন রনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন “বাংলাদেশ মানবাধিকার কমিশন" টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। দুই বছরের জন্য মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের মুক্তির সনদ  ৩১ দফা: মাহমুদুর রহমান
জনগণের মুক্তির সনদ ৩১ দফা: মাহমুদুর রহমান
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ